স্থলে নিখোঁজ বিমানের সন্ধান করবে চীন
ইন্টারন্যাশনাল ডেস্ক : মালয়েশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমানের সন্ধানে স্থলেও অভিযান চালাবে চীন। এছাড়া চীনের বিমানবাহিনী নিখোঁজ বিমানের সন্ধানে আরো দুইটি বিমান ব্যবহার করবে বলে জানা জানা গেছে। চীনের বার্ষিক সংসদ অধিবেশন চলাকালে বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল প্রশাসনের প্রধান লি জিয়াঝিযাং এ কথা জানান।
নিখোঁজ বিমানটির অধিকাংশ যাত্রীই চীনের নাগরিক হওয়ায় মালয়েশিয়াকে বিমানটির সন্ধানে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরে ১০টি হাই-রেজুলেশনের স্যাটেলাইটের মাধ্যমে তল্লাশি চালানোর ঘোষণাও দিয়েছে বেইজিং।
Posted in: আর্ন্তজাতিক