জিম্বাবুয়েকে নিয়ে রোহিত-কোহলিদের সতর্ক করলেন গাভাস্কার
ক্রিকেট থেকে প্রায় হারিয়ে যেতে বসা জিম্বাবুয়ের ক্রিকেটে ফের জাগরণ ঘটেছে। চলতি বিশ্বকাপে তো তারা পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছে। ৩০ অক্টোবর রবিবার জিম্বাবুয়ে মুখোমুখি হবে বাংলাদেশের। একই দিনে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
বিজ্ঞাপন
সুপার টুয়েলভ পর্বের শেষ দিনে মুখোমুখি হবে জিম্বাবুয়ে আর ভারত। এত আগে থেকেই কোহলি-রোহিতদের সতর্ক করেছেন ভারতের সাবেক ওপেনার সুনিল গাভাস্কার।
টুর্নামেন্টে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জেতা একমাত্র দল হলো ভারত। তাদের পারফরম্যান্স দুর্দান্ত। বিশেষ করে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা দারুণ ফর্মে আছেন। তবু জিম্বাবুয়েকে নিয়ে ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘পাকিস্তানকে হারানোর পর জিম্বাবুয়ে আরো উদ্বুদ্ধ। ওরা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে। ওদের নিয়ে ভারতকে সাবধান থাকতে হবে। টি-টোয়েন্টিতে যেকোনো কিছু হতে পারে। ’
এখন প্রশ্ন হচ্ছে, জিম্বাবুয়েকে নিয়ে ভারতের মতো দলকেও যদি সতর্ক হতে হয়, তাহলে রবিবারের ম্যাচে বাংলাদেশের কী হবে! সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। ওই দুটি সিরিজে জিম্বাবুয়ের পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারেনি। তা ছাড়া জিম্বাবুয়ের এই সময়ের সেরা তারকা সিকান্দার রাজা আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা এত সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।