এটাই কি রোহিত-কোহলির শেষ বিশ্বকাপ?
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ভারত অধিনায়ক রোহিত শর্মা আর সাবেক অধিনায়ক বিরাট কোহলির ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠে গেল। রোহিত না হয় ‘বৃদ্ধ’ হয়ে গেছেন, আগের ফর্ম আর নেই; কিন্তু কোহলি তো তুখোর ফর্মে আছেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাঙ্গনের অনেকের মতে, এই দুজনকে টি-টোয়েন্টি থেকে সরানো উচিত। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান চেতন শর্মার কাছে প্রশ্ন ছুটে গেল, এই দুজন কি ২০২৪ বিশ্বকাপেও খেলবেন?
চেতনের মতে, কোনো ক্রিকেটার যদি ধারাবাহিকভাবে ভালো খেলেন তাহলে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই নির্বাচকদের।
বিজ্ঞাপন
সাংবাদিক সম্মেলনে রোহিত-কোহলির ভবিষ্যতের প্রসঙ্গে ভারতের নির্বাচক প্রধান বলেন, ‘বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টর মাঝে এসব কথা বলা যাবে না। বিশ্বকাপের মাঝে আমি কারও সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে রাজি নই। তারা অনেক বড় ক্রিকেটার। যদি তারা নিজেরা কিছু মনে করে তাহলে অবশ্যই আমাকে এসে বলবে। ‘
রোহিত, কোহলির মতো ক্রিকেটার দলে থাকলে তাদের কাছে তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবেন বলে মনে করেন চেতন, ‘রোহিত-কোহলির কাছে বাকিরাও অনেক কিছু শিখতে পারে। আমি দেখেছি, তারা কীভাবে তরুণদের সঙ্গে অনুশীলন করে। কোনো ম্যাচের আগে কীভাবে প্রস্তুতি নিতে হয়, কীভাবে নিজেদের ফিট রাখতে হয় সেই সব বিষয়েও রোহিত-কোহলি তরুণদের নানাভাবে সাহায্য করে। তাই বিশ্বকাপের মাঝে আমি কারও সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলব না। ‘
বয়সের জন্য ভারতীয় দলে কারও দরজা বন্ধ হবে না বলে জানিয়ে দিয়েছেন চেতন। তার মতে, ‘কারও জন্য দরজা বন্ধ হবে না। যদি কেউ নিজেকে ফিট রাখতে পারে তাহলে বয়স কেবলই একটা সংখ্যা। যদি কেউ দলের জন্য খেলতে পারে তাহলে নির্বাচকরা খুশি হয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে নেবে। ‘ ইনজুরি আক্রান্ত পেসার জসপ্রিত বুমরাহকে নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপের কারণে ওকে নিয়ে আমরা তাড়াহুড়ো করে ফেলেছিলাম। কিন্তু ফল ভালো হয়নি। তাকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হচ্ছে!’