যুক্তরাষ্ট্রকে ‘জোরদার ব্যবস্থা’ নেওয়ার হুমকি উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়া তার প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে ‘জোরদার ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছে। সোমবার ওয়াশিংটন এবং সিউল তাদের বৃহত্তম সম্মিলিত সামরিক বিমান মহড়া শুরু করেছে। এটি শুক্রবার শেষ হবে।
উত্তর কোরিয়াও সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবেশীদের বিভিন্ন মহড়ার জবাবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বিজ্ঞাপন
পিয়ংইয়ং ২০১৭ সাল থেকে তার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে- এমন গোয়েন্দা প্রতিবেদনের প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এ প্রতিক্রিয়া এলো।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র ক্রমাগত গুরুতর সামরিক উসকানি দিতে থাকলে উত্তর কোরিয়া আরো শক্তিশালী জবাব দেওয়ার ব্যবস্থা নেবে। ’
বিবৃতিতে আরো বলা হয়, ‘(ওয়াশিংটন) যদি তার নিরাপত্তা স্বার্থের জন্য অনুপযুক্ত এমন গুরুতর কিছু দেখতে না চায়, তাহলে তার উচিত অবিলম্বে অকার্যকর যুদ্ধ মহড়া বন্ধ করা। যদি তা না হয়, তাহলে সব পরিণতির জন্য সম্পূর্ণভাবে তাকে দায়ী করতে হবে। ’
‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামের যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান সামরিক মহড়ায় শত শত যুদ্ধবিমান প্রতিদিন ২৪ ঘণ্টা সাজানো হামলা পরিচালনা করবে।