নিয়ন্ত্রণ বাড়াতে টুইটারের পরিচালনা বোর্ড ভাঙলেন মাস্ক
ইলন মাস্ক টুইটারের পরিচালনা বোর্ড ভেঙে দিয়েছেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ওপর তার নিয়ন্ত্রণ আরো পোক্ত হচ্ছে।
গত সপ্তাহে কম্পানি কেনার পর মাস্ক হচ্ছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা। কয়েক মাসের দোদুল্যমান অবস্থার পর ৪৪ বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি কেনা নিশ্চিত করেন তিনি।
বিজ্ঞাপন
বিশ্বব্যাপী সাংবাদিক ও রাজনীতিকদের ব্যবহৃত সাইটটি কেনার পর দ্রুতই এর ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছেন মাস্ক।
নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য মাস্ক যেসব ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন তার মধ্যে রয়েছে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের নিয়ম পরিবর্তন ও ছাঁটাই। ওয়াশিংটন পোস্ট পত্রিকা লিখেছে, প্রথম দফা কর্মী ছাঁটাইয়ের বিষয়ে আলোচনা হচ্ছে। এতে ২৫ শতাংশ কর্মীর বিষয় থাকতে পারে।