বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » অস্ট্রেলিয়ায় ৬টি পারমাণবিক বোমারু বিমান পাঠাবে যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়ায় ৬টি পারমাণবিক বোমারু বিমান পাঠাবে যুক্তরাষ্ট্র 

183854b_52

যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি বিমানঘাঁটিতে পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম ছয়টি বি-৫২ বোমারু বিমান মোতায়েন করার পরিকল্পনা করছে। চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে আজ সোমবার বিষয়টির সঙ্গে সম্পর্কিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলছে, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের রাজধানী ডারউইনের ৩০০ কিলোমিটার দক্ষিণে বিমানবাহিনীর প্রত্যন্ত ঘাঁটিতে বোমারু বিমানগুলোর জন্য বিশেষ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। সূত্রটি তাদের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ তাদের এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই।

বিজ্ঞাপন

তবে মার্কিন নথির উদ্ধৃতি দিয়ে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের ফোর কর্নারস অনুষ্ঠানে এই স্থাপনার ব্যাপারে প্রথম জানানো হয়েছিল।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা জোটে ‘অনিয়মিতভাবে’ জড়িত।

আলবানিজ একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘অবশ্যই ডারউইনসহ অস্ট্রেলিয়ায় সফর রয়েছে। সেখানে অবশ্যই ঘূর্ণায়মান ভিত্তিতে মার্কিন নৌসেনারা অবস্থান করছে। ’

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ঘন ঘন সামরিক সহযোগিতা নিচ্ছে। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে শুরু হওয়া প্রশিক্ষণ ও যৌথ মহড়ার জন্য প্রতিবছর হাজার হাজার মার্কিন নৌসেনা এই অঞ্চলে আসে।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে সোমবার একটি নিয়মিত ব্রিফিংয়ে মন্তব্যের জন্য জিজ্ঞেস করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় তৃতীয় পক্ষকে লক্ষ করা উচিত নয়।

ঝাও বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুশীলনগুলো এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। সেই সঙ্গে এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এটি এই অঞ্চলে একটি অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে।

এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য একটি ‘স্কোয়াড্রন অপারেশন সুবিধা’ এবং সংলগ্ন একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং বি-৫২-এর জন্য একটি পার্কিং এলাকার বিশদ পরিকল্পনা তৈরি করেছে।

অস্ট্রেলিয়ায় দূরপাল্লার বোমারু বিমান মোতায়েন করার ক্ষমতা ওয়াশিংটনের বিমান শক্তি প্রদর্শন করার ক্ষমতা সম্পর্কে প্রতিপক্ষের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাবে বলে মার্কিন বিমানবাহিনীর প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া একটি নিরাপত্তা চুক্তি করেছে। যার মাধ্যমে চীনকে টক্কর দিতে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন মোতায়েন করার প্রযুক্তি সরবরাহ করা হবে।

ওয়াশিংটন ডিসিভিত্তিক সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির সিনিয়র ফেলো বেকা ওয়াসার এবিসিকে বলেছেন, অস্ট্রেলিয়ার প্রায় ১৪ হাজার কিলোমিটারের যুদ্ধ পরিসীমায় বি-৫২ বিমানগুলোকে রাখলে তা বেইজিংকে একটি সতর্কবার্তা দেবে। কারণ তাইওয়ানে হামলার আশঙ্কা বাড়ছে।

উল্লেখ্য, চলতি বছর যুক্তরাষ্ট্র পশ্চিম প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ অঞ্চল গুয়ামে মার্কিন অ্যান্ডারসেন বিমানবাহিনী ঘাঁটিতে চারটি বি-৫২ মোতায়েন করেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone