নিরাপদ দূরত্বে থেকে শব্দবোমা ছুড়ছে বিএনপি : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ বিএনপিকে নিয়ে বিপদে আছে। মানুষ এখন স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিএনপিকে বড় হুমকি মনে করে। বিএনপির হাতে দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র নিরাপদ নয়।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা প্রতিদিন আন্দোলনের হুমকি দেন। তবে তাদের আন্দোলনের নেতা কে, সেটাই তারা জানেন না। দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই দণ্ডপ্রাপ্ত। বঙ্গবন্ধুকন্যার মহানুভবতায় চেয়ারপারসন ঘরে বসে চিকিৎসার সুযোগ পেয়েছেন। আর তারেক রহমান রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে আছেন। ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্তও তিনি। নিরাপদ দূরত্বে থেকে বিলাসী জীবন যাপন করে নেতাকর্মীদের চাঙ্গা করতে শব্দবোমা ছুড়ছেন আর স্বপ্ন দেখেছেন ময়ূর সিংহাসনের।
বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমানে দেশে গণতন্ত্রেরও কোনো সংকট নেই। সংকট বিএনপির মনস্তত্ত্বে। বিএনপি নেতৃবৃন্দ সর্বদা কৃত্রিম সংকটের দুর্গন্ধ ছড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য-বিবৃতি প্রদান করে। স্বাধীনতা গেল বলে হা-হুতাশের রাজনীতি করে। বিএনপিকে এই সংকট থেকে উত্তরণে অপরাজনীতির কৌশল পরিহার করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে তারা সঠিক পথে ফিরে এলেই তা দেশের রাজনীতির জন্য সহায়ক হবে বলে আশা রাখি। ’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ আর পেছনে ফিরে যেতে চায় না। তারা দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের স্রষ্টা, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।