বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ২৮ টাকা কেজিতে ধান, ৪২ টাকায় চাল কিনবে সরকার

২৮ টাকা কেজিতে ধান, ৪২ টাকায় চাল কিনবে সরকার 

161659kalerkantho_jpg

আমন ধানের ক্রয়মূল্য প্রতি কেজি ২৮ টাকা, চালের মূল্য প্রতি কেজি ৪২ টাকা নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া মৌসুমে পাঁচ লাখ টন চাল ও তিন লাখ টন ধান সংগ্রহ করা হবে। আর ধান-চাল সংগ্রহ শুরু হবে আগামী ১০ নভেম্বর থেকে।

আজ মঙ্গলবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠকে সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভার সভাপতি জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এ সময় সঙ্গে কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone