বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » অভিযোগ উঠতেই পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী

অভিযোগ উঠতেই পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী 

092303gavinJPG800x483

ধমক দেওয়া ও উৎপীড়নের অভিযোগ উঠতেই সরকারি মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন স্যার গ্যাভিন উইলিয়ামসন। ব্রিটিশ এই মন্ত্রী বলেছেন, তিনি ‘যেকোনো অন্যায়’ থেকে নিজেকে পরিষ্কার করতে চান।

বিবিসি জানিয়েছে, গত মাসে একজন টোরি সাংসদকে উৎপীড়নমূলক বার্তা পাঠানোর অভিযোগ রয়েছে স্যার গ্যাভিন উইলিয়ামসনের বিরুদ্ধে। এছাড়া জ্যেষ্ঠ একজন কর্মকর্তাকে ধমকানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

তবে তিনি এসব কিছুই করেননি বলে দাবি করেছেন। উইলিয়ামসন বলেছেন, এই অভিযোগগুলো সরকারের ভালো কাজ থেকে (দুষ্টি অন্যদিকে সরিয়ে) বিভ্রান্তি তৈরি করছে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, সত্যিকারের দুঃখ নিয়ে সরকার থেকে পদত্যাগ করছেন। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পেছনের সারি থেকে সম্পূর্ণ সমর্থন দেবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি ‘অত্যন্ত দুঃখের সাথে’ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। স্যার গ্যাভিনকে তার ‘ব্যক্তিগত সমর্থন এবং আনুগত্য’ প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone