খেরসন ছাড়ার পর নতুন আঞ্চলিক রাজধানী ঘোষণা রাশিয়ার
রাশিয়া দক্ষিণ-পূর্ব ইউক্রেনের বন্দর শহর হেনিচেস্ককে খেরসন অঞ্চলের জন্য তার নতুন অস্থায়ী প্রশাসনিক রাজধানী ঘোষণা করেছে।
হেনিচেস্কের অবস্থান রুশ-অধিকৃত ক্রিমিয়ার কাছে। রাশিয়ার সদ্য ছেড়ে দেওয়া আঞ্চলিক রাজধানী খেরসন শহর থেকে তা অনেক দূরে। রুশ সেনা চলে যাওয়ার পর শুক্রবার ইউক্রেনীয় বাহিনী খেরসন পুনরুদ্ধার করেছে।
বিজ্ঞাপন
হেনিচেস্ক শহর খেরসনের চেয়ে ছোট এবং আজভ সাগরের তীরে অবস্থিত।
রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলেছে, রুশ কর্তৃপক্ষ সমস্ত আঞ্চলিক অফিসের পাশাপাশি ‘মূর্তি এবং ঐতিহাসিক নিদর্শন’ দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে (অর্থাৎ খেরসন শহর ও আশপাশের এলাকা থেকে) সরিয়ে নিয়েছে। ওই এলাকা থেকে এক লাখ ১৫ হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স।
খেরসন ছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গত সেপ্টেম্বর মাসে রাশিয়াতে যুক্ত করে নেওয়া ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি। তবে তার ওই দাবি ইউক্রেন ছাড়াও আন্তর্জাতিক মহলে প্রত্যাখ্যান করা হয়েছিল। রাশিয়া ২০১৪ সালেই ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করে নিয়েছিল।