খেরসনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া : জেলেনস্কি
রুশ বাহিনী প্রত্যাহারের পর খেরসন অঞ্চলে চার শতাধিক যুদ্ধাপরাধের ঘটনা তদন্তকারীরা উন্মোচন করেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, খেরসনে সেনা ও বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে। অঞ্চলটিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছেন তিনি।
তবে খেরসনে বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়ার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
রাশিয়ার দাবি, তাদের সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেনি।
ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রুশ বাহিনী আমাদের অন্যান্য অঞ্চলের মতো এখানেও একই ধরনের নৃশংসতার ছাপ রেখে গেছে। আমরা প্রত্যেক খুনিকে খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসব। আর এতে কোনো সন্দেহ নেই। ’
প্রতিরোধের মুখে খেরসন ছেড়ে গেছে রুশ বাহিনী। এতে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খেরসন ছেড়ে যাওয়া বাসিন্দাদের এখনই ফিরে আসতে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় খেরসনে কারফিউ জারি করে যাতায়াত সীমিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।