রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ, নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগে ১৪ ব্যক্তি ও ২৮ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে দেওয়া এক বক্তব্যে স্থানীয় সময় সোমবার মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এ তথ্য জানান।
আলজাজিরা জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি তিনি। ইয়েলেন বলেছেন, রাশিয়ার যুদ্ধ আরো দীর্ঘ করার পরিকল্পনা ব্যাহত করতে এবং দেশটিতে অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ করতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিজ্ঞাপন
কোন কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার ওই তালিকায় রয়েছে, তা মঙ্গলবার বিস্তারিত জানিয়ে দেওয়ার কথা রয়েছে। ইয়েলেন বলেন, ইউক্রেনে অর্থ সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
ইয়েলেন মনে করেন, বর্তমানে বিশ্ব অর্থনীতির জন্য যুদ্ধের অবসান ঘটানো দরকার। যুদ্ধ সমাপ্ত ঘোষণা করা রাশিয়ার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।
সপ্তাহখানেক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি দখলকৃত জায়গাগুলো ফিরে পাওয়া যায় ও ক্ষতিপূরণের পাশাপাশি এ যুদ্ধের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত হয়, তাহলে তিনি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি আছেন।