সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় দুই সেনা নিহত, আহত ৩
সিরিয়ার হোমস প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় দুই সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
নিউজ এজেন্সি সানা এক প্রতিবেদনে জানিয়েছে, হোমস প্রদেশের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
বিজ্ঞাপন
সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
শায়রাত বিমানঘাঁটিতে যে হামলা চালানো হয়েছে, তাতে হতাহতের পাশাপাশি বেশ কিছু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামরিক সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হচ্ছে। লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি চারটি ক্ষেপণাস্ত্র হোমসের শায়রাত বিমানঘাঁটিতে আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ইরান সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে হামলাটি চালিয়েছে ইসরায়েল।
হামলার ব্যাপারে ইসরায়েলের তরফ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।