বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » নির্বাচনী বিপর্যয়ের জন্য দলে তোপের মুখে ট্রাম্প

নির্বাচনী বিপর্যয়ের জন্য দলে তোপের মুখে ট্রাম্প 

234758Trump-01_kalerkantho_pic

কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের তুলনামূলক খারাপ ফলের জন্য রিপাবলিকান দলের কিছু জ্যেষ্ঠ নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। তাদের মধ্যে আছেন ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান। তিনি বলেছেন, ট্রাম্পের জন্য তারা তিনটি নির্বাচনে হেরেছেন।

কংগ্রেসের এবারের ভোটে ট্রাম্পের সমর্থন করা অনেক রিপাবলিকান প্রার্থী হেরে গেছেন।

বিজ্ঞাপন

এতে দলের মধ্যে তার সমালোচকরা সরব হয়ে উঠেছেন। ট্রাম্প কয়েকদিন ধরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ায় তাদের অনেকে উদ্বিগ্ন। রিপাবলিকান নেতা লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি বলেছেন, তাদের দলের একটি নতুন সূচনা দরকার। ট্রাম্পের যুগ ফেলে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

বিল ক্যাসিডি ট্রাম্পের অভিশংসনের বিচারে তাকে দোষীসাব্যস্ত করার পক্ষে ভোট দিয়েছিলেন।
রবিবার বিল ক্যাসিডি এনবিসির মিট দ্য প্রেস শোতে বলেন, ‘যারা সাবেক প্রেসিডেন্টের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তারাই ভোটে খারাপ করেছেন। ’

এজন্য দায় কার উপস্থাপক চাক টড তা জানতে চাইলে ক্যাসিডি ট্রাম্পকে দোষারোপ করেন।

তিনি বলেন, রিপাবলিকানদের একটি বিকল্প বের করে অতীত পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। আরেক রিপাবলিকান নেতা নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু এবিসি-র দিস উইক অনুষ্ঠানকে বলেছেন, আগামী সপ্তাহে হোয়াইট হাউসের জন্য আরেকবার লড়াইয়ে নামার ঘোষণা দেওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য হবে ভয়ঙ্কর কাজ।

ক্রিস সুনুনু বলেন, ‘ছুটির মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লোকজন রাজনীতি থেকে দূরে সরে যেতে চাইবে। এখন বড় রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য একটা খারাপ সময়।

গভর্নর সুনুনু মধ্যবর্তী নির্বাচনে তার দলের খারাপ পারফরম্যান্সের জন্য ‘প্রার্থীদের নিম্নমানকে দায়ী করেছেন।

‘রিপাবলিকান প্রার্থীদের মধ্যে উগ্রপন্থা আছে বলে মানুষের মনে অনুভূতি সৃষ্টি হয়েছে। তা, সঠিকভাবে হোক বা না হোক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone