সরকার নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলছে : রিজভী
ইজাজ ফারুক মেহেদী, ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, উপজেলা নির্বাচন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। ক্ষমতাসীনদের এ খেলা বরদাস্ত করবে না জনগণ। এর উপযুক্ত জবাব দেবে জাতীয়তাবাদী শক্তি।
বুধবার দলের নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, বিএনপি সমর্থিত প্রার্থীদের নানাভাবে হয়রানি ও তাদের হুমকি দেয়া হচ্ছে। তারা (প্রার্থীরা) প্রাণে বাঁচবে, না ক্রসফায়ারে মারা যাবে এ নিয়ে আতঙ্কে রয়েছেন।
সামনের নির্বাচনগুলোকে শান্তিপূর্ণ ও ভোটার উপস্থিতি নিশ্চিত করা না গেলে এর জন্য নির্বাচন কমিশনার দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশন সরকার দলীয়দের আজ্ঞাবহ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নেয়ার জন্য সরকার দলের ক্যাডাররা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনলেও তারা আমলে নিচ্ছে না।
রিজভী বলেন, নির্বাচন কমিশনের আচরণ দেখে মনে হচ্ছে তারা কানে তুলা দিয়ে বসে আছে। বিরোধী প্রার্থীদের কোনো অভিযোগ শুনতে পাচ্ছেনা।
‘উপজেলা নির্বাচন স্থানীয়, এখানে দলীয় অভিযোগ নেয়া হবে না’ নির্বাচন কমিশনের এমন কথার জবাবে তিনি বলেন, নিজেদের অপকর্ম ঢাকতেই কমিশন এ কথা বলেছে।