বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » রিপাবলিকানরা জয় পেল মার্কিন প্রতিনিধি পরিষদে

রিপাবলিকানরা জয় পেল মার্কিন প্রতিনিধি পরিষদে 

103244Untitled-3

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয়ের জন্য প্রয়োজনীয় ২১৮টি আসন নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহ পরে এটি নিশ্চিত করলো।

৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানরা ২১৮ থেকে ২২৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সিবিএস নিউজ।

প্রতিনিধি পরিষদে দলটির সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান সামান্য হলেও তা পরবর্তী দুই বছরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কর্মসূচি আটকে দেওয়ার জন্য যথেষ্ট।

বিজ্ঞাপন

তবে জানুয়ারিতে নতুন কংগ্রেস বসলে ডেমোক্রেটরা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখবে। অল্প কয়েকটি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। রিপাবলিকানরা আশা করেছিল জয় পেয়ে দুই কক্ষেই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। কিন্তু গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে আশানুরূপ ফল পায়নি।

জয় নিশ্চিত করায় রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিনিধি পরিষদে দলটির শীর্ষ নেতা কেভিন ম্যাককার্থিকে তিনি অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone