সরকারের কেউ দেশ থেকে পালিয়ে যাবে না : কৃষিমন্ত্রী
শেখ হাসিনাকে পালানোর সুযোগ দেওয়া হবে না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে মতামত জানতে চাইলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশ থেকে সরকারের কেউ পালাবে না। জনগণই সিদ্ধান্ত নেবে এবং জনগণকে নিয়ে রাজনৈতিকভাবেই যত হুমকি আসুক আমরা মোকাবিলা করব।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি বলছে সরকারের পতন ঘটাবে, শেখ হাসিনা পালাবার জায়গা পাবে না, পালাবার রাস্তা পাবে না।
বিজ্ঞাপন
শেখ হাসিনা কি পালান? উল্টো দেশে আসেন। যখন তত্ত্বাবধায়ক সরকার তাকে আসতে দেবে না, আমরা চাপ দিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে আমাদের নেত্রী দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুও কোনোদিন এ দেশ থেকে পালিয়ে যাননি।
তিনি আরো বলেন, আমরা সরকারে আছি। আমাদের দায়িত্ব হলো দেশবাসীকে, সকল শ্রেণিপেশার মানুষের শান্তি নিশ্চিত করা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। দেশের আইনশৃঙ্খলা বাহিনী অনেক সুশৃঙ্খল, অনেক দক্ষ। তারা সক্ষমতা অর্জন করেছে, দিয়েছি আমরা। সংখ্যায়ও তারা অনেক বেশি। তারা এটা করবে।
বিএনপির সমাবেশের আগে বাস বন্ধ- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাসের যারা মালিক, বাসের যারা হরতাল দেয় এগুলো তো প্রাইভেট, ১০০ ভাগ প্রাইভেট। কাজেই তারা হরতাল করলে বা ধর্মঘট করলে তাদের কাছ থেকেই জবাব নিতে হবে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না বলেও মন্তব্য করেন তিনি।