পর্তুগালই কাতার বিশ্বকাপের সেরা দল- বললেন রোনালদো
পর্তুগালের বর্তমান দলটি তাদের ইতিহাসের সবচেয়ে মেধাবী দলগুলোর মধ্যে একটি। অভিজ্ঞ ক্রিস্তিয়ানো রোনালদো, পেপে, বের্নার্দো সিলভার সঙ্গে আছেন রুবেন দিয়াস, জোয়াও ক্যানসেলো, ব্রুনো ফের্নান্দেসের মত প্রতিভাবান খেলোয়াড়। এমন দল নিয়ে সেরা সাফল্য অর্জনের লক্ষ্যেই কাতারে নোঙর ফেলেছে পর্তুগিজরা।
যদিও পর্তুগালের সাম্প্রতিক পারফরম্যান্স তাদের হয়ে কথা বলছে না।
বিজ্ঞাপন
সবশেষ উয়েফা নেশন্স লিগে স্পেনের কাছে হেরে শেষ চারে খেলা হয়নি ফার্নান্দো সান্তোসের দলে। তবে দলটির সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বাস করেন সেরা দল হিসেবেই বিশ্বকাপে এসেছে পর্তুগাল। আজ সংবাদ সম্মেলনে রোনালদো বলেছেন,’পর্তুগালের এই দল দারুণ সম্ভাবনাময়ী। আমরা অবশ্যই জিততে পারি কিন্তু এখন প্রথম ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। কারা সেরা তা বিশ্বকাপ শেষেই দেখা যাবে কিন্তু আমার বিশ্বাস, এই বিশ্বকাপে পর্তুগাল সেরা দল এবং এটা আমাদের মাঠে প্রমাণ করতে হবে। ‘
পাকস্থলীতে সমস্যার কারণে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি রোনালদোর। তবে সমস্যা থেকে সেরে উঠে নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছেন রোনালদো,’আমি এখন ভালো অনুভব করছি। রিকভারি করে ভালোভাবেই অনুশীলন করছি। সম্ভাব্য সেরা উপায়ে বিশ্বকাপ শুরু করার জন্য আমি প্রস্তুত। ‘
আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। এরপর ২৮ নভেম্বর উরুগুয়ে এবং ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে রোনালদোরা।