বাংলাদেশের টার্গেট ১৪৩ রান
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের বিপক্ষে আগে ব্যাট করে ১৪২/৭ রান সংগ্রহ করেছে আরব আমিরাত ক্রিকেট দল। আন অফিসিয়াল এই ম্যাচে জয় পেতে হলে বাংলাদেশ দলকে ১৪৩ রান করতে হবে।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দুপুর সাড়ে তিনটায় খেলাটি অনুষ্ঠিত হয়। এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে আরব আমিরাত। শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিং করে অতিথিরা। উদ্বোধনী জুটিতে ৩৩ রান জমা করতেই ফরহাদ রেজার শিকার হন আমজাদ আলী (১০)।
মাহমুদুল্লাহ রিয়াদের শিকারে পরিণত হওয়ার আগে ২৩ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন ফাইজান আহমেদ। উইকেটে নেমেই আব্দুর রাজ্জাকের বলে বিভ্রান্ত হন আমজাদ জাভেদ (০)। শেষ পর্যন্ত অধিনায়ক খুররম খানের ৩৫ বলের ৪৪ রানের সুবাদে ১৪২ রান সংগ্রহ করে আরব আমিরাত। বাংলাদেশ দলের হয়ে দুই উইকেট নেন ফরহাদ রেজা।