বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮, নিখোঁজ ১৫১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮, নিখোঁজ ১৫১ 

101128osJPG800x483

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সোমবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে দাঁড়িয়েছে। এখনো অন্তত ১৫১ জন নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে বের করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহত ২৬৮ জনের মধ্যে অনেকেই শিশু।

বিজ্ঞাপন

ভূমিকম্পের সময় হতাহত শিশুদের অনেকেই স্কুলে ছিল।

জাভার সিয়াঞ্জুরে আঘাত হানা ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত ২৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

ভূমিকম্পে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।  ক্ষতিগ্রস্ত এলাকার বিস্তৃতি ক্ষতিগ্রস্তদের শনাক্ত করা এবং তাদের সাহায্যে এগিয়ে আসা কঠিন করে তুলছে।

ভূমিকম্পের সময় স্কুলে ছিল আপরিজাল মুলিয়াদি। ভবন ধসে পড়ায় ভেতরে আটকা পড়ে সে। ১৪ বছর বয়সী ওই কিশোরের পা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। বন্ধু জুলফিকার তাকে টেনে বের করেছে। তবে পরে জুলফিকার মারা গেছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, ২২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অঞ্চলের ৫৮ হাজারের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

আপরিজাল বলেছেন, দ্রুত সব কিছু ঘটে যায়। দেয়াল ও ছাদ ভেঙে যাওয়ার পর সবাই আটকে পড়ে।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির কর্মকর্তা হেনরি আলফিয়ান্দি জানান, নিহতদের মধ্যে অনেকেই অল্পবয়স্ক। হতাহতদের বেশির ভাগই শিশু। কারণ দুপুর ১টা পর্যন্ত তারা স্কুলে ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৩ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone