আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে লেভানদোস্কিদের বিধ্বংসী জয়
যে সৌদি আরব তাদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মতো দলকে উড়িয়ে দিয়েছিল, সেই তারাই আজ পোল্যান্ডের কাছে হার মানল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতে নিয়েছে রবার্ট লেভানদোস্কির দল। পরাজয়ের পাশাপাশি প্রথমার্ধে পেনাল্টি মিসের হতাশায় পুড়তে হচ্ছে সৌদি আরবকে।
এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৯তম মিনিটে এগিয়ে যায় পোল্যান্ড।
বিজ্ঞাপন
ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পান লেভানদোস্কি। তার কাটব্যাক থেকে জোরাল শটে বল জালে পাঠান জেলিনস্কি। একটু পরই ডি-বক্সে পোল্যান্ডের বেইলিকের ফাউলে আল-শেহরি পড়ে গেলে পেনাল্টি পায় সৌদি। অবিশ্বাস্যভাবে সেই পেনাল্টি শ্যুটআউট মিস করেন সেলিম আল-দাওসারি।
তার স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান স্ট্যাসনি। ফিরতি বলে শট নেন মোহাম্মেদ আল-বুরাইক, বল স্ট্যাসনির হাত ছুঁয়ে ক্রসবারের ওপর দিয়ে যায়। ৮২তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোস্কি। বক্সের সামনে বলের নিয়ন্ত্রণ হারান সৌদি আরবের আবদুল্লাহ আল-মালকি। আলগা বল পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন বার্সেলোনা স্ট্রাইকার।
এই ম্যাচের পর ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে পোল্যান্ড। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সৌদি আরব। এদিকে পোল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করায় মেক্সিকোর পয়েন্ট ১। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আর্জেন্টিনা আজ রাতে মেক্সিকোর বিপক্ষে নামার আগে প্রবল চাপে পড়ে গেল। ম্যাচটি আর্জেন্টিনাকে জিততেই হবে।
আর্জেন্টিনা যদি মেক্সিকোর বিপক্ষে জয় পায়, তাহলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৩। মেক্সিকোর পয়েন্ট থাকবে ১। পয়েন্ট তালিকার অন্য দুই দল সৌদি আরব ও পোল্যান্ডের পয়েন্ট থাকবে যথাক্রমে ৩ ও ৪। তখন এই গ্রুপে ম্যাচ বাকি থাকবে দুটি। আর্জেন্টিনা খেলবে পোল্যান্ডের বিপক্ষে। আর মেক্সিকোর ম্যাচ সৌদি আরবের সঙ্গে।
সৌদি আরব সে ম্যাচে না হারলেই পৌঁছে যাবে পরের রাউন্ডে। তবে মেক্সিকো জিতলে বাদ পড়বে আরব দেশটি, পরের রাউন্ডে যাবে মেক্সিকো। অন্য ম্যাচে পোল্যান্ড যদি মেসিদের বিপক্ষে হার এড়াতে পারে, তাহলে তারা শেষ ষোলোতে চলে যাবে। তবে আর্জেন্টিনা জিতলে ৬ পয়েন্ট নিয়ে তারা শেষ ষোলো নিশ্চিত করবে।