আর্জেন্টিনাকে হারানোয় সত্যিই রোলস রয়েস গাড়ি পাচ্ছেন সৌদি ফুটবলাররা?
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে সৌদি আরব। ২-১ গোলের ওই পরাজয়ে আর্জেন্টিনা পড়ে গেছে বিপদে। এমন জয়ে সৌদি আরব এক দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছিল। কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছিল, সৌদি ফুটবলারদের নাকি বিলাসবহুল রোলস রয়েস ফ্যান্টম গাড়ি উপহার দেবেন দেশটির প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
বিজ্ঞাপন
রোলস রয়েস ফ্যান্টম মডেলের প্রতিটি গাড়ির দাম প্রায় চার লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চার কোটি ৬৮ লাখ ৩২ হাজার টাকা। বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জনকে এই গাড়ি উপহার দিতে প্রিন্স সালমানের মোট খরচ হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ কোটি ৭৬ লাখ টাকা! এই বিপুল অঙ্কের অর্থ সৌদি সরকারের পক্ষে খরচ করা মামুলি ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, সরকারের পক্ষ থেকে ফুটবলারদের এই গাড়ি উপহার দেওয়ার খবরটি কতটা সঠিক?
সিবিএস নিউজ জানিয়েছে, সংবাদ সম্মেলনে সৌদি আরবের স্ট্রাইকার সালেহ আলশেহরি গাড়ি উপহারের বিষয়টি অস্বীকার করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোন রঙের রোলস রয়েস গাড়ি পছন্দ করবেন? জবাবে আলশেহরি বলেন, ‘উপহারের খবরটি সত্য নয়। ’ সেই সাংবাদিক তখন পাল্টা প্রশ্ন করেন, ‘ব্যাপারটা ভালো হলো না, তাই না?’ আলশেহরি তখন বলেন, ‘আমরা এখানে দেশের হয়ে নিজের সেরাটা দিতে এসেছি। এটাই আমাদের সেরা অর্জন। ’