আবারো জনসন্মুখে অন্তরঙ্গ বিবার -সেলিনা
বিনোদন ডেস্ক : কয়েক দিনেও আগেওদুজন ছিলেন দুই মেরুতে। বিচ্ছেদের পরে দুজনই খুঁজেছেন নতুন কাউকে। তাদেরকে ভিন্ন সঙ্গীর সঙ্গে রাত কাটাতেও দেখা গেছে বলে খবর ছাপিয়ে অনেক সংবাদমাধ্যমই। তবুও কিছুতেই যেন তারা ভুলতে পারছিলেন না একে অপরকে। জাস্টিন বিবার ও সেলিনা গোমেজের কথাই বলছি। এবারে আবারো তাদেরকে দেখা গেছে জনসম্মুখে।
জানা গেছে, গত শুক্রবার টেক্সাসের ‘পেপেস ম্যাকলেন মেক্সিকান রেঁস্তোরায় একসঙ্গে ব্রেকফাস্ট করতে আসেন বিবার এবং গোমেজ। এসময় তারা জনসন্মুখে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং একে অন্যকে চুম্বন করেন। খবর জানিয়েছে- ইন্দো এশিয়ান নিউজ।
রেস্টুরেন্টের ম্যানেজার লরি জনসন জানান, ‘বিবার এবং গোমেজ তাদের বডিগার্ড বেষ্টিত হয়ে এখানে আসেন এবং তারা এখানে দেড় ঘন্টা অবস্থান করেন।’
তিনি আরো বলেন, এসময় তারা অনেকক্ষণ ধরে খাবারের মেন্যু পরখ করেন। এবং চলে যাওয়ার ঠিক আগে স্টাফদের সামনেই পরষ্পরকে আলিঙ্গন করেন।।
তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটি অভিজাত সুগন্ধির দোকানে যান এবং নানা ধরনের পারফিউম পরখ করে দেখেন। দোকানটির ব্যবস্থাপক জানান, এই জুটি সেখানে পাঁচ মিনিট সময় কাটান।