বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করছে সরকার

মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করছে সরকার 

132525image-68253-1669531453

বর্তমান সরকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করে চলেছে। আর এটি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার জেলার বাঘা উপজেলার আড়ানিতে তার বাড়িতে হতদরিদ্র মানুষের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদানকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগতিশীল ও দূরদর্শী নেতৃত্বে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করার মধ্যদিয়ে তাদের আস্থা জোরদারে সর্বদা এসব জনগোষ্ঠীর পাশে রয়েছে।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারকে ২৪ লাখ টাকার ব্যাংক চেক দেওয়া হয়। হতদরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বাসন কর্মসূচির পক্ষ থেকে এ অর্থ প্রদান করা হয়।

শাহারিয়ার আলম বলেন, ‘কভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী আর্থিক মন্দা অবস্থা বিরাজ করলেও বাংলাদেশ বর্তমানে অর্থনেতিকভাবে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। ’

তিনি আরো বলেন, ‘আমরা করোনাভাইরাস মহামারি চলাকালে কিছু সমস্যা মোকাবেলা করেছি এবং দেশে এখন আর কোনো সংকট নেই। ’

বিশ্বব্যাপী খাদ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ হওয়ায় দেশে কোন খাদ্য সমস্যা নেই। বর্তমানে কেউ আর না খেয়ে থাকে না। এ বছর কৃষকরা এমন কি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমন ধানের বাম্পার ফলন পেয়েছে। ’

এছাড়া তিনি সেখানে উপস্থিত সকলকে বলেন, ‘সরকার সকল ভোগ্য পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে এবং স্বল্প আয়ের মানুষের জন্য ভুর্তকির ব্যবস্থা করেছে যাতে তারা তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রি ক্রয় করতে পারে। বর্তমানে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি দৃষ্টান্তে পরিণত হয়েছে এবং বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। ’ তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের দেশ আগামী বছরগুলোতে আরো এগিয়ে যাবে। ’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone