রিজভীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা
১০ বছর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ সোমবার (৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন৷ পরোয়ানা জারি হওয়া অপর দুই আসামি হলেন খন্দকার এনামুল হক ও কাজী রেজাউল হক।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর প্রতিদিনের কাজের অংশ হিসেবে সিটি করপোরেশনের ময়লার গাড়ি মিন্টু রোডের ইস্কাটন হয়ে মাতুয়াইলের দিকে যাচ্ছিল। পথে কাকরাইলের বিজয়নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০০-২৫০ জন লাঠি-সোটা নিয়ে গাড়িটি ভাঙচুর করে।
বিজ্ঞাপন
এ ঘটনায় গাড়ির চালক আয়নাল পল্টন থানায় মামলা করেন।
২০১৭ সালে এ মামলায় ফখরুলসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদও এই মামলার আসামি। সাবেক ছাত্রদল নেতা শফিকুল বারী বাবুকেও আসামি করা হয়েছিল মামলাটিতে। তবে তিনি মারা যাওয়ায় আসামির তালিকা থেকে নাম বাদ পড়বে।
এর আগে সোমবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।
এ দিন পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলার শুনানিকালে আদালতে ইশরাকের আইনজীবী সময়ের আবেদন করেন। তবে সেই আবেদন নামঞ্জুর করে আদালত বিএনপির এই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।