নিজ দেশের উইকেট নিয়ে নিজেই হতাশ রমিজ!
ইংল্যান্ডের কাছে রাওয়ালপিন্ডি টেস্টে জিততে জিততে হেরে গেছে পাকিস্তান। তবে এই পরাজয়ে হতাশ নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। তার আশা, বাবর আজমরা দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়াবেন। যদিও একটি ব্যাপারে বেজায় চটেছেন রামিজ।
বিজ্ঞাপন
সেটা হলো রাওয়ালপিন্ডির উইকেট। নিজ দেশের উইকেট নিয়ে নিজেই বিরক্তি প্রকাশ করেছেন রমিজ! এর আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজমও পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
ক্ষুব্ধ রামিজ বলেছেন, ‘আইন অনুযায়ী টেস্ট ম্যাচের উইকেট নিয়ে গোপনীয়তা বজায় রেখেছি। যদিও রাওয়ালপিন্ডির উইকেট দেখে আমি অত্যন্ত হতাশ। পুরো ব্যাপারটাই খুব দুর্ভাগ্যজনক। পিচ খুবই শুষ্ক ছিল। এ কারণেই আমি টেস্ট ম্যাচের জন্য ড্রপ ইন পিচের কথা বলি। মুলতান বা করাচিতেও হয়তো একই ধরনের উইকেট দেখা যাবে। এই ধরনের উইকেটে কোনো বাউন্স থাকে না। উইকেটগুলো কী কাদা মাটি দিয়ে তৈরি হয়! আমরা কীভাবে উইকেট তৈরি করি, জানি না!
উইকেট নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেও সরাসরি কাউকে দোষারোপ করেননি রামিজ। বাকি দুই টেস্টেও তিনি ভালো উইকেট আশা করছেন না। তবে পিসিবি চেয়ারম্যান রমিজ রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডকে কৃতিত্ব দিয়েছেন। তিনি ইলিংশ টেস্ট কোচের প্রশংসা করে বলেছেন, ‘ব্রেন্ডন ম্যাককালাম কোচ হওয়ার পর ইংল্যান্ড দলের অনেক পরিবর্তন হয়েছে। জয়ের জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। কোচই দলটাকে বদলে দিয়েছে। ‘