ইন্দোনেশিয়ায় থানায় আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ২
নতুন যৌন আইন পার্লামেন্টে পাস হওয়ার পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার ছুরি নিয়ে এক ব্যক্তি পুলিশ স্টেশনে ঢোকার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে। বান্দুংয়ের পুলিশ কর্মকর্তা আসউইন সিপাইয়ুং মেট্রো টিভিকে বলেছেন, সকাল ৮টা ২০ মিনিটের দিকে এক ব্যক্তি ছুরি নিয়ে পুলিশ স্টেশনে আসে।
বিজ্ঞাপন
তার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে।
ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র আহমদ রমজান জানান, বিস্ফোরণে নিহত এক ব্যক্তি হামলায় সন্দেহভাজন। আরেকজনের ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি পুলিশ।
এক ভিডিওতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ভবনের কিছু ধ্বংসাবশেষ নিচে পড়ে আছে। বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া বের হচ্ছে। বান্দুংয়ের বাসিন্দারা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, তারা বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন।
দেশটিতে পাস হওয়া নতুন ওই আইনে বলা হয়েছে, বিয়ে না করে শারীরিক সম্পর্কে জড়ালে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধ প্রমাণ হলে এক বছরের বেশি সময়ের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে আইনটি পাস হয়েছে।
সমালোচকরা বলছেন- এই আইনের ফলে রাজনৈতিক স্বাধীনতা খর্ব হতে পারে। আইনটি কার্যকর হলে ইন্দোনেশিয়ার নাগরিকদের পাশাপাশি বিদেশিদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।