বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » জার্মানিতে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে আটক ২৫

জার্মানিতে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে আটক ২৫ 

143937ger

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে জার্মানির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অতি-ডানপন্থী এবং সাবেক সামরিক কর্মকর্তাদের একটি দল দেশটির পার্লামেন্ট ভবন, পার্লামেন্টের নিম্নকক্ষ ভবনে হামলা চালানোর এবং ক্ষমতা দখলে নেওয়ার পরিকল্পনা করেছিল।

অভিযোগ উঠেছে, হেনরিখ ১৩ নামে একজন রাজপুত্র ওই অভ্যুত্থান পরিকল্পনার মূল হোতা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, ১১টি রাজ্যে গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন অভিযুক্ত পরিকল্পনাকারীর মধ্যে হেনরিখ একজন।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, তাদের দলে নারী ও পুরুষ মিলিয়ে অন্তত ৫০ জন রয়েছেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন আটকরা।

ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এই দলের সদস্যদের এখনো কোনো নাম নেই।

জার্মানির বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, দেশটি ছাড়াও অস্ট্রিয়া এবং ইতালিতে দুজন আটক হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।

জার্মানির আইনমন্ত্রী মার্কো বাখমান বলেছেন, সন্ত্রাসবিরোধী বদ ধরনের অভিযান চলেছে এবং সরকারি প্রশাসনে সশস্ত্র হামলার পরিকল্পনা করা হয়েছিল।

ফেডারেল প্রসিকিউটর বলেছেন, সহিংস অভ্যুত্থান ঘটানোর ব্যাপারে গত বছরের নভেম্বর থেকে পরিকল্পনা করছিল দলটি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone