বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » দিল্লিতে অর্ধেকের বেশি আসন জেতার পথে আম আদমি পার্টি

দিল্লিতে অর্ধেকের বেশি আসন জেতার পথে আম আদমি পার্টি 

141412voteJPG800x483

ভারতের রাজধানী দিল্লিতে মিউনিসিপ্যাল নির্বাচনে অর্ধেকের বেশি আসন জেতার পথে রয়েছে আম আদমি পার্টি। সেখানে পিছিয়ে রয়েছে বিজেপি এবং শোচনীয় অবস্থায় রয়েছে কংগ্রেস।

দিল্লিতে মোট আসন ২৫০টি। তার মধ্যে আম আদমি পার্টি ১৩০টিতে এগিয়ে রয়েছে কিংবা জয়ী হয়েছে; অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ১০৭টিতে এবং কংগ্রেস মাত্র আটটিতে।

বিজ্ঞাপন

 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান বলেছেন, বিজেপির ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ। তারই প্রমাণ দিল্লি নগরনিগমের ফলাফল।

দিল্লি পুরনিগম হাতে চলে আসার আভাসে আপের দপ্তরে সমর্থকদের ভিড় বাড়ছে। সেখানে বাজছে ঢাক, ঢোল; ফাটছে বাজি। চত্বর জুড়ে উৎসবের মেজাজ।

আপ এমপি রাঘব চাড্ডা বলেছেন, দিল্লির রণাঙ্গনে ছোট দল আম আদমি পার্টি বিশ্বের সবচেয়ে বড় দল বিজেপিকে হারিয়ে দিচ্ছে। এটা থেকে একটা বার্তা স্পষ্ট, মানুষ বিজেপিকে চাইছে না।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone