বিএনপি কার্যালয়ের সামনে বসে পড়েছেন মির্জা ফখরুল
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েছে পুলিশ। এতে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকতে পারেননি। পরে কার্যালয়ের সামনে বসে পড়েন তিনি।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন তিনি।
বিজ্ঞাপন
পরে কার্যালয়ের গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় বিভিন্ন জায়গায় ফোনে কথা বলেন তিনি।
কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, সমাবেশ বানচাল করার জন্য নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশ নেতাকর্মীদের হামলা করেছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। ১০ ডিসেম্বর আমরা সমাবেশ করবই।
তিনি অভিযোগ করেন, তাকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বল প্রয়োগ করে তাকে কার্যালয়ের সামনে বসিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, আমি কী করব? আমার কার্যালয়ে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এর আগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা। অপরদিকে সকালে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এরপর সড়ক থেকে উঠে যেতে বললে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।