বিএনপির গণসমাবেশ নিয়ে ডিএমপির জরুরি সংবাদ সম্মেলন
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা।
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নিরাপত্তা বিষয়ে ব্রিফ করবেন ডিএমপি কমিশনার।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ।