রুশ অধিকৃত মেলিটোপোলে ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের, ক্রিমিয়ায় বিস্ফোরণ
রাশিয়ার সম্প্রতি দখলকৃত ইউক্রেনের মেলিটোপোলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০১৪ সালে রাশিয়ার সংযুক্ত করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপের রুশ সামরিক ব্যারাকেও একাধিক বিস্ফোরণ হয়েছে।
মেলিটোপোলের রুশপন্থী প্রশাসকরা জানিয়েছেন, শহরটিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
বিজ্ঞাপন
সিএনএন জানিয়েছে, মেলিটোপোলের মেয়র রুশ বাহিনীর দখলকৃত একটি গির্জাসহ একাধিক বিস্ফোরণের কথা জানিয়েছেন।
তবে ক্রিমিয়ায় বিস্ফোরণের ব্যাপারে ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। স্বাধীনভাবে এসব হামলা অথবা বিস্ফোরণে ক্ষয়ক্ষতির ব্যাপারে যাচাই করা সম্ভব হয়নি।
চলতি বছরের ৩ মার্চ থেকে ইউক্রেনের মেলিটোপোল দখলে নিয়ে রেখেছে রাশিয়া। জাপোরিঝিয়ার ভারপ্রাপ্ত গভর্নর ইয়েভগেনি বালিটস্কি বলেছেন, মেলিটোপোলে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বিনোদন কেন্দ্র ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।
মেলিটোপোল শহরের সাবেক প্রশাসক ইভান ফেদোরভ বলেছেন, রুশ সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ফেদোরভ গত মাসে বলেছিলেন, মেলিটোপোলকে বড় একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছে রাশিয়া। রুশ বাহিনী ইউক্রেনের জব্দ করা বাড়ি, স্কুল এবং কিন্ডারগার্টেনে বসতি স্থাপন করছে। সামরিক সরঞ্জাম আবাসিক এলাকায় স্থাপন করা হয়েছে।