প্যারিসে মরক্কো-ফ্রান্স সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিজয়ে আনন্দ উদযাপন করতে প্যারিসের রাস্তায় নেমেছিল ফ্রান্স ও মরক্কোর সমর্থকরা। একপর্যায়ে সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।
রয়টার্স জানিয়েছে, ফ্যান্সের রাজধানী প্যারিসের শঁজ এলিজেতে বিজয় উদযাপনের সময় বিশৃঙ্খলা দেখা দিলে বাধা দেয় পুলিশ। মরক্কো ও পর্তুগালের মধ্যকার ম্যাচের পরপরই হাজার হাজার সমর্থক প্যারিসের ঐতিহাসিক ওই স্থানে জড়ো হয়।
বিজ্ঞাপন
পতাকা উঁচিয়ে স্লোগান দিতে থাকে তারা।
পরে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরো কয়েক হাজার সমর্থক সেখানে যোগ দেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এক ভিডিওতে দেখা গেছে, উভয় দলের সমর্থকরা পুলিশি হামলার প্রতিবাদে দোকান ও মোটর সাইকেলে ভাঙচুর চালিয়েছে ও আগুন ধরিয়ে দিয়েছে। অ্যাভিনিউ দে ফ্রিদলঁদ এলাকাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।