মিথ্যা মামলা দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চায় : রিজভী
প্রধান প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মিথ্যা মামলা দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চায়। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অবিলম্বে তার মুক্তির দাবি জানান রিজভী।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দলের নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি অভিযোগ করেন, সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। এটি বিরোধী শক্তিকে শ্বাসরোধ করার শামিল।
তিনি বলেন, মামলা, হামলা, গুম ও হত্যা করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়।
এক প্রশ্নের জবাব তিনি বলেন, সরকার যে পরিমাণ লুটপাট করেছে এর জন্য দেশিয় ও আন্তর্জাতিকভাবে হেয় হয়েছে। নিজেদের অপকর্মের দৃষ্টি অন্যদিকে নিতেই বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে সরকার।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, দেশে এক বিভীষিকাময় অবস্থায় নির্বাচন হচ্ছে। এরপরও জনগণ জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করছে। সরকার নিজেদের পক্ষে জয় ছিনিয়ে নিতে বেপরোয়া হয়ে গেছে।
উল্লেখ্য, বুধবার রাতে দুদকের মুদ্রা পাচার মামলায় খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।