পেরুতে প্রেসিডেন্ট পেদ্রোকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদ, সহিংসতায় নিহত ২
পেরুতে নির্বাচিত প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিয়োকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রাজধানী লিমাসহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ চলছে। স্থানীয় সময় রবিবার সহিংস প্রতিবাদ চলাকালে সহিংসতায় অন্তত দুজন নিহত হয়েছে।
বিবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের একটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে আন্দাহুয়াইলাস বিমানবন্দর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
বিজ্ঞাপন
পেরুর পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরটিতে ৫০ জন পুলিশ কর্মকর্তা ও কর্মীকে বিক্ষোভকারীরা অবরুদ্ধ করে রেখেছে।
এর আগে গত বুধবারে পেদ্রো ক্যাস্তিয়োকে অভিশংসিত করে আটক করার পর লিমাজুড়ে টানা বিক্ষোভ চলছে। সেখানে রবিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস ছুড়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
পেরুর বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর করপ্যাক জানিয়েছে, গত শনিবার বিকেল থেকে শুরু হওয়া হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে আন্দাহুয়াইলাস বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরটির টার্মিনালে ৫০ জন কর্মী ও পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, কিছু লোককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে।
পেরুর কেন্দ্রীয় পুলিশ জানিয়েছে, সরকারি কর্মকর্তারা রাজ্য পুলিশকে নিয়ে বিমানবন্দরটিতে গিয়েছিলেন; বিক্ষোভকারীদের হামলায় সেখানে এক পুলিশ সদস্য আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের একজন সেখানে নিহত হয়েছে। তবে ঠিক কিভাবে বেসামরিক ওই নাগরিক নিহত হয়েছে, তা বিস্তারিত জানায়নি পুলিশ। নিহত ব্যক্তি বয়সে কিশোর বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
পরে পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী সিজার সেরভান্তেস জানান, আন্দাহুয়াইলাসের সহিংসতায় দ্বিতীয় আরেকজনের মৃত্যু হয়েছে।