ইরানে বিক্ষোভ : দ্বিতীয় জনের ফাঁসি কার্যকর
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় আটক আরেকজনের ফাঁসি কার্যকর করেছে দেশটির সরকার। মজিদ রেজা রাহনাওয়ার্দকে মাশহাদ শহরে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানিয়েছে ইরানের বিচার বিভাগ।
বিবিসি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে মজিদ রেজা। বিক্ষোভের সঙ্গে সম্পৃক্তের ঘটনায় প্রথম ফাঁসি কার্যকর করা হয় বৃহস্পতিবার।
বিজ্ঞাপন
ওই দিন ফাঁসি দেওয়া হয়েছে মোহসেন শেখারি নামে একজনকে।
মোহসেনকে ফাঁসি দেওয়ার ঘটনায় বিশ্বব্যাপী ইরানের নিন্দার মধ্যেই আরেকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির জনগণের বিরুদ্ধে শাসকদের সংঘটিত ঘৃণ্য সহিংসতার দিক থেকে বিশ্বের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে রাখা যাবে না।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছে।