সরকারি স্কুলে ভর্তির লটারি উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
আগামী ২০২৩ শিক্ষাবর্ষে সারা দেশে ৫৪০টি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি লটারি উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এ বছর ১ লাখ ৭ হাজার ৮৯০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ৩৮ হাজার ৫৯৩টি।
আজ সোমবার বিকেল ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভক্তি লটারি ফল উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পরে জানানো হয়, পরবর্তী ৪০ মিনিটের মধ্যে শিক্ষার্থীরা ভারতের ফলাফল টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে দেখতে পাবেন।
বিজ্ঞাপন
এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৩ হাজার ৩৯২ প্রতিষ্ঠান ডিজিটাল লটারিতে অংশ নিয়েছে।
Posted in: জাতীয়