সবচেয়ে কম কলরেট টেলিটকের
ডেস্ক রিপোর্ট : সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে টিএন্ডটি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জানিয়েছেন, বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৭১ লাখ ৯ হাজার ৬৪০। গ্রামীণফোনের গড় কলরেট ৭০ পয়সা। অন্যান্য টেলিফোন কম্পানির এ কলরেট হচ্ছে টেলিটক ৬৮ পয়সা, সিটিসেল ৭৮ পয়সা, এয়ারটেল ৭১ পয়সা, রবি ৭৭ পয়সা এবং বাংলালিংক ৭৮ পয়সা। তিনি আরো জানান, গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কর্তৃক কোনো লাইসেন্স নেয়নি। তবে গ্রামীণফোন লিমিটেডে গ্রামীণ টেলিকমের ৩৪ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া পাশ্ববর্তী দেশ ভারতের চাইতে বাংলাদেশে থ্রিজি ট্যারিফ বেশি হলেও প্রতিযোগিতামূলক বলে তিনি জানান।