রাশিয়ার ব্যাপারে আফ্রিকান নেতাদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
আফ্রিকা মহাদেশকে রাশিয়া ‘অস্থিতিশীল’ করে তোলার ঝুঁকি রয়েছে বলে অঞ্চলটির নেতাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ ধরনের সতর্কতার কথা জানিয়েছেন।
আলজাজিরা জানিয়েছে, তিন দিনের যুক্তরাষ্ট্র-আফ্রিকা শীর্ষ সম্মেলনের শুরুতে আফ্রিকায় রাশিয়ার ক্রমবর্ধমান সম্পৃক্ততার ঝুঁকির কথা মনে করিয়ে দিয়েছেন লয়েড অস্টিন।
লয়েড অস্টিন বলেছেন, আফ্রিকায় ‘সস্তা অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে’ রাশিয়া।
বিজ্ঞাপন
মহাদেশজুড়ে ভাড়াটে সেনা মোতায়েন করছে।
ওয়াশিংটনের উদ্যোগে ৪৯টি আফ্রিকান দেশের নেতাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ওই দেশগুলোর অনেককেই অর্থনৈতিকভাবে ইউক্রেন যুদ্ধের জন্য মাসুল গুনতে হয়েছে।