তিন নম্বরে এসেই প্রেম শিখলেন ব্রিটনি
বিনোদন ডেস্ক : কথায় বলে ‘শখের তোলা আশি টাকা’। আর সেলিব্রেটিদের শখ হলে তো কথাই নেই। তা জেনিফার লোপেজের জলের তলায় জন্মদিন পালন তো, শাকিরার আকাশপথে এনগেজমেন্ট৷ কে কাকে টেক্কা দিতে পারে সেই ইদুরদৌড়ে ব্যস্ত সবাই। সবকিছুতেই চাই চমক৷ এবার চমক দেখাতে চলেছেন তরুন প্রজন্মের হার্টথ্রব মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। নিজের তিন নম্বর বিয়ের আয়োজনটা তাই সেরে ফেলেছেন গ্রেসল্যান্ড মিউজিয়ামে!
এই মিউজিয়ামটি আগে ছিল কিংবদন্তি গায়ক এলভিস প্রেসলির বাড়ি ৷ ব্রিটনি জানিয়েছেন, ‘আমি এলভিসের খুব বড় ফ্যান ৷ তাই জীবনের এই অন্যতম ঘটনাকে উৎস্বর্গ করতে চাই আমার প্রিয় গায়কের কাছেও ৷’ ব্রিটনি আরও জানিয়েছেন, ‘একজন গায়িকার বিয়ে যদি এরকম ভেন্যু না হয় তো কার বিয়ে হবে? আশা করি আমার বিয়েতে আসা অতিথিদের কাছে বিয়ের আয়োজন প্রশংসিত হবে ৷ ’
বেশ কিছুদিন আগে নিউ ইর্য়কের রাস্তায় পাশে তিন নম্বর হবু বর ডেভিডকে নিয়ে হাতের এনগেজমেন্ট রিং সংবাদমাধ্যমে দেখিয়েছিলেন ব্রিটনি ৷ এবার বিয়ের বেশ কিছু মাস আগে ভেন্যু নিয়ে উত্তেজনা দেখে লোকে বলছে, ব্রিটনি তিন নম্বরে এসেই তবে প্রেম শিখলেন৷ এই বিয়ে তাঁর অনেকদিন টিকবে বলেই আশা ব্রিটনির ফ্যানদেন৷