বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বাংলাদেশ উন্নতির শিখরে উঠেছে: পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী

বাংলাদেশ উন্নতির শিখরে উঠেছে: পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী 

114548Untitled-13535

ভারতের পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, আমার গর্ব হয় যে, আমরা বাঙালি। গোটা পৃথিবী, জাতিসংঘে বাংলা একটি স্বীকৃত ভাষা। যে ভাষায় আমরা কথা বলি, স্বপ্ন দেখি, লিখি, দুঃখ-আনন্দ প্রকাশ করি। বাংলাদেশ সবদিক থেকে উপমহাদেশের প্রত্যেকটি দেশকে অতিক্রম করে চলেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ ডিসেম্বর) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শোভনদেব বলেন, ‘আমার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অন্তরের। আমার সৌভাগ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের সঙ্গে ১৯৭৩ সালে বিশ্ব যুব দিবসে আমার আলাপ হয়। আমরা দুজনই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। আজ তিনি নেই কিন্তু বাংলাদেশ আছে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশ সবদিক থেকে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটি দেশকে অতিক্রম করে চলেছে। বাংলাদেশ উন্নতির শিখরে উঠেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা জাতি-ধর্ম-নির্বিশেষে যে মানসিকতায় দেশকে গড়ে তুলেছেন, সব মানুষের অংশগ্রহণের ফলেই দেশটিতে উন্নয়নের অগ্রগতি। ’

পরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘বাঙালি মানে আবেগপ্রবণ। বাঙালির এই আবেগটা একটা লাইন দিয়ে ভাগ করা বা বিচ্ছিন্ন করা যায় না। ’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone