যুক্তরাষ্ট্রের দূতাবাস নেই, তাই ওয়াশিংটন ডিসিতে ক্যু হয় না!
য়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস নেই বলে সেখানে কোনো অভ্যুত্থান হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গত বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ কথা লিখে পোস্ট করেন তিনি।
সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে এখন পর্যন্ত কোনো ক্যু (অভ্যুত্থান/সামরিক অভ্যুত্থান) হয়নি কেন? কারণ, সেখানে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস নেই!’ ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মধ্যে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে ওই মন্তব্য করেন।
গুমের অভিযোগ তোলা ব্যক্তির স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গত বুধবার ঢাকার শাহীনবাগে যান মার্কিন রাষ্ট্রদূত।
বিজ্ঞাপন
সেখানে ১৯৭৭ সালে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের কান্না’র প্রতিনিধিরা স্মারকলিপি দিতে চাইলে রাষ্ট্রদূত দ্রুত ঘটনাস্থল ছেড়ে যান। রাষ্ট্রদূতের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশিষ্ট নাগরিকরা বিবৃতি দিয়েছেন।