চীন সীমান্ত নিয়ে আলোচনায় নারাজ মোদি সরকার, রাজ্যসভা বয়কট বিরোধীদের
সীমান্তে ভারত-চীন সংঘাত নিয়ে নরেন্দ্র মোদির প্রশাসন সংসদে আলোচনায় রাজি না হওয়ায় বিরোধীরা বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশন বয়কট করেছেন। এনডিটিভি জানিয়েছে, বিরোধীদের হাঙ্গামায় দফায় দফায় অধিবেশন মুলতবি থেকেছে।
প্রথমে লাদাখ, পরে তাওয়াংয়ে চীনের সেনাবাহিনীর আগ্রাসন নিয়ে সংসদের চলতি অধিবেশনের শুরু থেকেই বিরোধীরা আলোচনার দাবি তোলেন। কিন্তু মোদি সরকার রাজি হয়নি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সংসদ শুরুর আগে মল্লিকার্জুন খাড়গের ঘরে বিরোধীরা বৈঠক করে ফের এ বিষয়ে চাপ তৈরির সিদ্ধান্ত নেন। কিন্তু আলোচনায় যাওয়ার বদলে রাজ্যসভার দলনেতা পীযূষ গয়াল কংগ্রেসকেই নিশানা করে বলেন, জওহরলাল নেহরুর আমলে চীন ও পাকিস্তান মিলে ভারতের ৩৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল। চীনের দূতাবাস থেকে রাজীব গান্ধী ফাউন্ডেশন ১ কোটি টাকা চাঁদা নিয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় পরিস্থিতি সামলাতে নিজের চেম্বারে সরকার ও বিরোধীদের বৈঠক ডাকলেও খাড়গে জানান, বন্ধ দরজার পেছনে কোনো কথা হবে না। যা হবে সংসদের কক্ষে।
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অভিযোগ, ইউপিএ আমলে অরুণাচলের সংসদ সদস্য কিরেণ রিজিজু চীন নিয়ে আলোচনা চাইলে প্রণব মুখোপাধ্যায় তাকে চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন। বিরোধীরা অধিবেশন বয়কটের আগে ওয়েলে নেমে প্রতিবাদ করায় চেয়ারম্যান ধনখড় তাদের সতর্ক করে বলেন, তাকে চরম পদক্ষেপ নিতে বাধ্য করা হচ্ছে। লোকসভাও দফায় দফায় মুলতবি হয়ে যাওয়ায় কভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি ছাড়া আর কোনো কাজ হয়নি।