আব্দুর রাজ্জাকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১১ সালের ২৩ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য আব্দুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন মারা যান।
আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর জন্মস্থান ও নির্বাচনী এলাকা শরীয়তপুরের ডামুড্যা উপজেলাসহ ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনাসভা এবং গরিব-অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হবে।
Posted in: জাতীয়