বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ধ্বংসাবশেষ পাওয়া যায়নি নিখোঁজ মালয়েশীয় বিমানের

ধ্বংসাবশেষ পাওয়া যায়নি নিখোঁজ মালয়েশীয় বিমানের 

image_755_115705

ইন্টারন্যাশনাল ডেস্ক : গত শুক্রকার নিখোঁজ হওয়া মালয়েশীয় এয়ারলাইন্সের বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে চীনের একটি সংস্থা যে দাবি করেছিল তা নাকচ করা হয়েছে। কারণ উপগ্রহের মাধ্যমে তোলা ওই ছবিটির স্থলে মালয়েশিয়া এবং ভিয়েতনাম অনুসন্ধান বিমান পাঠালেও সেখানে তারা কোনো ধ্বংসাবশেষ দেখতে পায়নি বলে জানিয়েছে।
এরমধ্য দিয়ে নিখোঁজ বিমানটি খুঁজে পাওয়া নিয়ে আবার রহস্য ঘণিভূত হলো। মঙ্গলবার চীনের একটি সংস্থা বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে দাবি করার পর অনুসন্ধানকারীদের মধ্যে যে চাঞ্চল্য তৈরি হয়েছিল, তাও থিতিয়ে পড়লো।

মঙ্গলবার চীন সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, তাদের একটি উপগ্রহ মালয়েশিয়ার পূর্ব উপকূলে ভিয়েতনামের কাছে সাগরে ‘সন্দেহজনক ধ্বংসাবশেষ’ শনাক্ত করেছে। সন্ধানকাজে নিয়োজিত আরেকটি দল দাবি করে, তারা ভিয়েতনামের একটি দ্বীপের কাছে বিমানের কিছু ধ্বংসাবশেষ তারা চিহ্নিত করতে পেরেছে। তবে ওই খবরটি গুরুত্বপূর্ণ কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে বৃহস্পতিবার মালয়েশিয়ার বেসরকারি বিমান সংস্থার প্রধান দাতুক আজহারুদ্দিন আব্দুল রহমান জানান, ওখানে তারা বিমান পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি।

ভিয়েতনাম কর্তৃপক্ষও জানিয়েছে, বুধবার চীনের দাবি করার পর তাৎক্ষণিকভাবে ওই এলাকায় ব্যপক অনুসন্ধান চালানো হয়েছে। কিন্তু কিছুরই দেখা মেলেনি। তারপরও অনুসন্ধান চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয় বিমানটি। অথচ শেষবারও যখন বিমানটির সঙ্গে মালয়েশীয় বিমান চলাচল কর্তৃপক্ষের কথা হয়েছিল তখনও এমএইচ ৩৭০ ফ্লাইটটি জানিয়েছিল ‘সব ঠিক আছে’। কিন্তু তারপর বিমানটির ঠিক কি হলো এবং এবং যাত্রী ক্রুদের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে রহস্যের আবর্তে ঘুরপাক খাচ্ছে সবাই।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone