নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কতটা সুযোগ পাবেন সাকিব?
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসান আবারও আইপিএলে প্রত্যাবর্তন করেছেন। গতকাল মিনি নিলামে তাকে দেড় কোটির বিনিময়ে দলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স। একই দলে খেলবেন আরেক বাংলাদেশি লিটন কুমার দাস। গত এক বছরে সাকিব এমন কিছু পারফরম্যান্স করেননি দেশের হয়ে, যা তাকে আইপিএলে সুযোগ করে দেবে।
বিজ্ঞাপন
তবু নাইট রাইডার্সের তাকে নেওয়ার প্রধান কারণ, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে খেলার অভিজ্ঞতা এবং মিডল অর্ডারে বিকল্প তৈরি রাখা।
চলতি বছর টি-টোয়েন্টিতে দেশের হয়ে মোট ১৫টি ম্যাচ খেলেছেন সাকিব। তিন ফিফটিতে রান করেছেন ৩৪৯। বল হাতে উইকেট পেয়েছেন ৩টি। পরিসংখ্যানের বিচারে যা মোটেই আকর্ষণীয় নয়। তবে সাকিবকে বাকিদের থেকে আলাদা করেছে তার অভিজ্ঞতা। তিনি সারাবিশ্বে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান। কিছুদিন আগেই সাকিব সিপিএল এবং আবুধাবি টি-টোয়েন্টি লিগে খেলে এসেছেন। এসব লিগে সাকিবকে প্রতি ম্যাচেই খেলানো হয়। কিন্তু আইপিএলে তো সেটা হবে না।
এর আগেও নাইট রাইডার্সে থাকার সময় অনেক ম্যাচেই তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছে। দলের কম্বিনেশন ঠিক রাখার জন্যই এই সমস্যা। বিদেশি কোটায় সাকিবকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের সঙ্গে। এবারও নাইট রাইডার্সের দল দেখে মনে হচ্ছে, সাকিবের বেঞ্চে বসে থাকার সম্ভাবনাই বেশি। গত আসারে আন্দ্রে রাসেল জ্বলে উঠতে পারেননি। এবার তার বিকল্প হিসেবে নেওয়া হয়েছে ডেভিড উইজাকে। তাই কোনো ম্যাচে সুযোগ পেলে সাকিবকে জ্বলে উঠতে হবে।