বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আল-কায়েদার নতুন ভিডিও প্রকাশ, জাওয়াহিরির কণ্ঠ বলে দাবি

আল-কায়েদার নতুন ভিডিও প্রকাশ, জাওয়াহিরির কণ্ঠ বলে দাবি 

143810aiJPG800x483

৩৫ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা। ওই সংগঠনের দাবি, ভিডিওর নেপথ্যে যে বর্ণনা শোনা যাচ্ছে, তা আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার জঙ্গিগোষ্ঠীগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে। অথচ এর আগেই মার্কিন বিমান হামলায় জাওয়াহিরি নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আল-কায়েদার প্রকাশিত ওই রেকর্ডিংটি কোন সময়ে ধারণ করা হয়েছে, সে ব্যাপারে কিছুই উল্লেখ করা হয়নি।

জাওয়াহিরি বেশ কয়েক বছর আত্মগোপনে ছিলেন। পরে আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তিনি নিহত হন।

মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এর আগে বলেছেন, সন্ত্রাস দমন বাহিনী ও গোয়েন্দাদের ‘সতর্ক, ধৈর্যশীল এবং অবিচল’ প্রচেষ্টার কারণে আল-কায়েদা নেতার অবস্থান শনাক্ত করে তাকে হত্যা করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত ২০১১ সালে জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র। তারপর জাওয়াহিরির মৃত্যুর ঘটনা জঙ্গি সংগঠনটির জন্য একটি বড় ধাক্কা তৈরি করে।

অন্যদিকে তালেবান ও আল-কায়েদা জঙ্গি সংগঠনের দাবি, জাওয়াহিরির মরদেহ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র যে জায়গায় হামলা চালিয়েছিল বলে দাবি করে, সেখানেও বিস্ফোরণের কোনো চিহ্ন ছিল না বলে দাবি তাদের।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone