ভারতের বিমানবন্দরে বিদেশ থেকে যাওয়া যাত্রীদের করোনা পরীক্ষা শুরু
চীনে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার আবহে বিদেশ থেকে আসা যাত্রীদের ভাইরাসটি পরীক্ষা শুরু হয়েছে ভারতের দিল্লি বিমানবন্দরে। শনিবার থেকে এই ছবি দেখা গেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিদেশফেরত যাত্রীদের করোনা পরীক্ষা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে ভারতের আরো কয়েকটি বিমানবন্দরেও।
শীত পড়তেই মহামারি উদ্বেগজনক আকার ধারণ করেছে চীনে।
বিজ্ঞাপন
মহামারি থাবা বাড়িয়েছে কয়েকটি দেশেও। এ পরিস্থিতিতে শনিবার থেকে ২ শতাংশ বিদেশফেরত যাত্রীর করোনা পরীক্ষা করছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে বিদেশফেরত যাত্রীদের বিনা মূল্যে করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি, মধ্যপ্রদেশের খাজুরাহো বিমানবন্দরেও শনিবার থেকে শুরু হয়েছে করোনা পরীক্ষা। একই ছবি দেখা গেছে পুনে বিমানবন্দরেও।
গত শুক্রবার ভারতের সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ। করোনা বৈঠকে কভিডবিধি পালন, টিকা ইত্যাদি বিষয়ের ওপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা রাজ্যগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের জানিয়েছেন মনসুখ।