৩ দিনের রিমাণ্ডে খন্দকার মোশাররফ
আদালত প্রতিবেদক : মুদ্রা পাচার মামলায় গ্রেফতারকৃত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করেছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আহসান আলী ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ আবেদন করেন। নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ২টার দিকে মোশাররফকে দুদক কার্যালয় থেকে আদালতে আনা হয়। কিছুক্ষণের মধ্যে তার রিমাণ্ড আবেদনের শুনানি হবে।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ড. মোশাররফকে রমনা থানা থেকে সেগুন বাগিচার দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন দুদক উপ-পরিচালক আহসান আলী।
বুধবার রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০০১-০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন ও বিদেশে মুদ্রা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদক পরিচালক নাসিম আনোয়ার। মামলায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৯ কোটি, ৫৩ লাখ, ৯৫ হাজার, ৩৮১ টাকার বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগ আনা হয়।
বুধবার রাতে এ মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। রাত ১০টা ২৫ মিনিটে গুলশান-২ এর ৫৫ নম্বর রোডের ২৯ নম্বর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে রমনা থানায় আনা হয়।