প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়ায় মেয়র হলেন একজন শিখ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহরে ইতিহাসে প্রথমবার মেয়র নির্বাচিত হয়েছেন একজন শিখ। সর্বসম্মতিক্রমে উত্তরাঞ্চলীয় লোদি শহরের নির্বাচিত নতুন মেয়র মিকি হোথির বাবা-মা ভারত থেকে এসেছেন।
হোথিকে নবনির্বাচিত কাউন্সিলওম্যান লিসা ক্রেগ মনোনীত করেন। হোথি শুক্রবার টুইটে লিখেছেন, ‘লোদি শহরের ১১৭তম মেয়র হিসেবে শপথ নিতে পেরে আমি সম্মানিত।
বিজ্ঞাপন
’
স্থানীয় সংবাদপত্র দ্য লোদি নিউজ-সেন্টিনেল জানিয়েছে, আর্মস্ট্রং রোডে শিখ মন্দির প্রতিষ্ঠায় হোথির পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
হোথি ২০০৮ সালে টোকে হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। তিনি জানান, এই শহরে বেড়ে ওঠা তার জন্য একটি চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে স্কুলের গণ্ডি পেরনোর পর। কারণ তখন অনেক মুসলিম এবং শিখ অন্যায্য হয়রানির শিকার হয়।
প্রতিবেদন অনুসারে, হোথির বাবা-মা ভারতের পাঞ্জাব রাজ্য থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তার পরিবার লোদিতে অনেক উন্নতি করেছে। পরিবারের অনেকেই এখন সেখানে ব্যবসার মালিক এবং উদ্যোক্তা হয়েছেন। তারা সফলভাবে কম্পানি পরিচালনা করছেন।